#navbar-iframe { height:0px; visibility:hidden; display:none }
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০১] :: ফ্লাশ সম্পর্কে বেসিক ধারণা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।




সারা বিশ্বে 2D এনিমেশন এর জন্য ফ্লাশ ব্যাপক ভাবে ব্যবহার হচ্ছে, আমরা বিভিন্ন ওয়েব সাইটে দেখতে পাই যে, কিছু ফ্লাশ ফাইল দেখতে অনেক সুন্দর লাগে ওয়েব সাইটকে, এখন থেকে আপনি নিজেই বানাতে পারবেন সুন্দর সুন্দর ফ্লাশ এনিমেশন! ইনশাআল্লাহ ফ্লাশ নিয়ে চেইন টিউন করা আশা আছে, আপনাদের সাপোর্ট পেলে চালিয়ে যাব।

তাহলে আসুন শুরু করা যাক, আজ আমরা সবাই ফ্লাশের ইন্টারফের এর সাথে পরিচয় হব, কারন এগুলো জানলে আপনার এনিমেশন তৈরি করতে সহজ হবে।
নিচের পাঁচটি টুল নিয়ে আমাদের এনিমেশন তৈরি হবে- আসুন জেনে নিই এ ৫টি জিনিস কি?
১। মেনুবার
২। টাইম লাইন
৩। টুলবার
৪। প্রবাটিজ বার
৫। প্যানেল

আমরা যারা ফটোশপ দক্ষ তাদের বলতে হবে না এগুলো কি।
ইনশাআল্লাহ এক এক করে ফ্লাশ এর চেইন টিউন করে যাব! সাথে থাকুন।
সবশেষ ফ্লাশ দিয়ে তৈরি করা এই এনিমেশন টি দেখুন অনেক ভাল লাগবে।
আজ এই পর্যন্ত।